পাকা ধানে ‘মই’, নীরবে কাঁদছে কৃষক

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল | 2023-08-30 07:28:00

টাঙ্গাইলের ভূঞাপুরে এক কৃষকের জমির পাকা ধান কেটে দেয়ার কথা দেন কৃষক শ্রমিক লীগের নেতারা। কথা অনুযায়ী তারা মাঠেও যান। এরপর তারা ধান কাটছেন এমন কিছু ছবি তুলে সেখান থেকে চলে যান। কিন্তু তাদের পায়ের পাড়ায় জমিতে থাকা ধানের ব্যাপক ক্ষতি হয়। এ যেন ইচ্ছে করে কৃষকের পাকা ধানে মই দেয়া।

শুক্রবার (১ মে) দুপুরে ভূঞাপুরের অলোয়া ইউনিয়নের খড়ক গ্রামে এ ঘটনা ঘটে। এতে উপকারের বদলে জমির পাকা ধান নষ্ট হওয়ায় নীরবে যেন কাঁদছে কৃষক। শনিবার (২ মে) বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দেয়।

জানা গেছে, খড়ক গ্রামের কৃষক আবুল কালামের ৩০ শতাংশ জমির ধান কেটে দেয়ার উদ্দেশে মাঠে যান কৃষক শ্রমিক লীগের নেতারা। এ সময় তারা অল্প কিছু ধান কেটে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। ছবি তোলা শেষে ধান না কেটেই তারা চলে যান। এ সময় পায়ের পাড়ায় জমিতে থাকা ধানের ব্যাপক ক্ষতি হয়। গাছ থেকে ধান ঝরে মাটিতে পড়ে যায়।

স্থানীয় মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী খান বলেন, ‘ওই কৃষকের জমির অর্ধেক ধান কাটা শেষ হবার আগেই শুরু হয় ফটোসেশন। ফটোসেশন শেষ হওয়া মাত্রই কৃষক শ্রমিক লীগের নেতারা চলে যান।’

পায়ের পাড়ায় জমিতে নষ্ট হয়ে যাওয়া ধান গাছ গোছাচ্ছেন কৃষক।

কৃষক আবুল কালাম বলেন, ‘নেতাকর্মীরা আসলে ধান কাটতে আসেননি, তারা মূলত সরকারকে দেখাতে এসেছেন। মাথার ঘাম পায়ে ফেলে আমি জমিতে ফসল ফলিয়েছি। তাদের কারণে আমার জমির ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এখন নীরবে কাঁদা ছাড়া কিছুই করার নাই।’ 

তবে ভূঞাপুর উপজেলা কৃষক শ্রমিক লীগের সভাপতি হযরত আলী জানান, শ্রমিক লীগের নেতাকর্মীরা ওই কৃষকের ধান কেটে আঁটি করে দিয়েছে। এতে ধানের কোনো ক্ষতি হয়নি।

এ সম্পর্কিত আরও খবর