‘লকডাউন মানি না’ স্লোগান দেয়ায় যুবকের কারাদণ্ড

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা | 2023-08-29 03:11:45

করোনা পরিস্থিতিতে ‘লকডাউন মানি না’ স্লোগান দেয়ায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মোহাম্মদ সুমন (২৪) নামে এক যুবককে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩ মে) দুপুরে কেন্দুয়া উপজেলার সাহিতপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান রুহুল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত যুবক মোহাম্মদ সুমন স্থানীয় সান্দিকোনা ইউনিয়নের চেংজানা গ্রামের নুরুল ইসলামের ছেলে।

জানা গেছে, দুপুরের দিকে মোহাম্মদ সুমনের নেতৃত্বে আরও ৭ যুবক ‘লকডাউন মানি না' বলে স্লোগান দেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোহাম্মদ সুমনকে ১ মাসের কারাদণ্ড দেয়া হয়। বাকি ৭ জনকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, বিকেল ৩টার দিকে দণ্ডপ্রাপ্ত সুমনকে থানায় নিয়ে আসা হয়েছে এবং সোমবার (৪ মে) সকালে তাকে নেত্রকোনা জেলহাজতে পাঠানো হবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান ও ওসি (তদন্ত) হাবিবুল্লাহ খান উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর