গড়াই নদী থেকে বালু উত্তোলন, ৫ জনের কারাদণ্ড

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2023-09-01 09:03:19

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদী থেকে বালু উত্তোলনের দায়ে ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩ মে) দুপুরে উপজেলার খানপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ দণ্ড দেয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- খোকসা উপজেলার খানপুর গ্রামের জয়নাল আলী (৬৫), মোড়াগাছা গ্রামের মজিবুর রহমান (৬০), উজ্জ্বল বিশ্বাস (৩২), পাংশা থানার সুবর্ণা খালা গ্রামের হাসান আলী (৩০) ও কুমারখালী উপজেলার রবিউল ইসলাম (৩০)।

অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক।

তিনি জানান, খোকসা উপজেলার হেলিপ্যাডের খানপুর নামক স্থানে গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে তাদের আটক করে ‍পুলিশ। পরে জয়নাল আলীকে ১৫ দিনের এবং মজিবুর রহমান, উজ্জ্বল বিশ্বাস, হাসান আলী ও রবিউল ইসলামকে ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়। এরপর অভিযুক্ত আসামিদের কুষ্টিয়া জেলহাজতে পাঠানো হয়।

এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সবুজ কুমার বসাক।

এ সম্পর্কিত আরও খবর