টিফিনের টাকা বাঁচিয়ে ত্রাণ তহবিলে দিল ৬ষ্ঠ শ্রেণির ছাত্র

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2023-09-01 18:32:18

প্রতিদিন স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে করোনায় বরিশাল জেলা প্রশাসনের ত্রাণ তহবিলে দান করল নবনীল নন্দী নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্র৷

নন্দী বরিশাল সরকারি জিলা স্কুলের প্রভাতী (ক) শাখার ষষ্ঠ শ্রেণীর ছাত্র ও নগরীর ২ নম্বর ওয়ার্ড জালিয়া বাড়ির পোল এলাকার বাসিন্দা আশিষ কুমার নন্দী ও শিউলী দাসের ছেলে৷

রোববার (৩ মে) দুপুরে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের কাছে ওই ত্রাণ তহবিলে টিফিনের এক হাজার ৯৪৭ টাকা জমা দেয় নন্দী।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনার কারণে নন্দীর স্কুল বন্ধ থাকায় প্রতিদিন টিফিনের টাকা মাটির ব্যাংকে জমায়৷

রোববার দুপুরে করোনায় কর্মহীন মানুষকে ত্রাণ সহায়তায় বরিশাল জেলা প্রশাসনের ত্রাণ তহবিলের সোনালী ব্যাংকের ২০০০০৩৪৬৪ হিসাবে টাকা জমা দেয় নন্দী।

এ বিষয়ে বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, ‘এই ছোট্ট শিশু শিক্ষার্থী যে মানবিকতা দেখাল, তা একটি নজির হয়ে থাকবে। সরকারের পাশাপাশি সবাই এভাবে এগিয়ে এলে করোনা মোকাবিলায় আমরা সফলতা অর্জন করতে পারব ইনশাআল্লাহ।’

এ সম্পর্কিত আরও খবর