করোনায় বরিশালে ৮০৩ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,বরিশাল | 2023-08-30 20:01:44

করোনার বিস্তার রোধে সঙ্গরোধ ও সামাজিক দূরত্ব নিশ্চিত করা, রমজানের বাজারদর মনিটরিংসহ জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রেখেছে বরিশাল জেলা প্রশাসন।

দেশে করোনা শনাক্ত হওয়ার শুরু থেকে প্রতিদিন বরিশাল মহানগর ও জেলার ১০ উপজেলায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বরিশাল জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনার প্রাদুর্ভাবের শুরু থেকে ৩ মে সন্ধ্যা পর্যন্ত ২২১টি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

এতে ৩৬৩ ব্যক্তি ও ৪৪০টি প্রতিষ্ঠানসহ মোট ৮০৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করে ৩৩ লাখ ৫৫ হাজার ৩৫০ টাকা আদায় করেছে জেলা প্রশাসন।

এছাড়াও ১৪ জন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডসহ ৩টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।

মোবাইল কোর্ট ও জরিমানার বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করে বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, করোনার প্রার্দুভাব ঠেকাতে শুরু থেকেই বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে জেলা প্রশাসন।

জনস্বার্থে অব্যাহত মোবাইল কোর্ট অভিযানের পাশাপাশি সবার সম্মিলিত চেষ্টায় করেনার বিস্তার রোধ করা সম্ভব বলেও আশাবাদী এই জেলা প্রশাসক।

এ সম্পর্কিত আরও খবর