গাংনীতে ৩৮ টিন ভেজাল গুড় জব্দ, জরিমানা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মেহেরপুর | 2023-08-31 16:52:08

ভেজাল গুড় তৈরি করার অপরাধে মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর গ্রামের হকাজ্জেল হোসেনের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩ মে) রাত সাড়ে ৮টার দিকে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম ইয়ানুর রহমান গাংনী থানা পুলিশের সহায়তায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে ভেজাল গুড় তৈরি উপকরণ ডালডা, চিনি, ঝোলাগুড় ও ৩৮ টিন ভেজাল গুড় জব্দ করা হয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, ‘রামনগর গ্রামের মধ্যপাড়ায় হকাজ্জেল হোসেন নিজ বাড়িতে ভেজাল গুড় তৈরি করছে মর্মে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। হাতেনাতে ভেজাল গুড় তৈরির সময় তাকে আটক করে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। জরিমানার টাকা পরিশোধ করলে হকাজ্জেলকে মুক্তি দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর