মুগদা জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন অধ্যাপক মুনতাসীর মামুন। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও ঝুঁকি মুক্ত নন বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসকরা। তাকে জটিল রোগী হিসেবে চিহ্নিত করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমবার (৪ মে) হাসপাতালটির চিকিৎসকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।
এ বিষয়ে হাসপাতালে সহকারী অধ্যাপক ডা. মাহবুবুর রহমান কচি বলেন, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছে।
মুগদা জেনারেল হাসপাতালের কোভিড-১৯ চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মনিলাল আইচ লিটু বলেন, তার অবস্থা স্থিতিশীল। বাট নট আউট অব ডেঞ্জার। রাত একটার দিকে তাকে আইসিইউতে নেওয়া হয়। তিনি করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। কিন্তু উনার মা যেহেতু করোনা আক্রান্ত, তাই মুনতাসীর মামেুনেরও একটা টেস্টও করা হয়েছিলো ১০ দিন আগে। স্ট্রং কন্ট্রাক্ট হিস্ট্রি এবং লাং -য়ে শ্যাডো আছে। দুই বার রেসপেরেটরি হিস্ট্রি, কাজেই জটিল রোগী হিসেবে চিহ্নিত করে তার চিকিৎসা চলছে।
এদিকে জানা গেছে, কুর্মিটোলা জেনারেল হাসাপাতালে অধ্যাপক মুনতাসীর মামুনের মা করোনা নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।