ময়মনসিংহে করোনা প্রতিরোধে জীবাণুনাশক বুথ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-23 15:01:05

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ময়মনসিংহ নগরে একটি জীবাণুনাশক বুথ স্থাপন করা হয়েছে।

সোমবার (৪ মে) বিকেলে নগরের কাচারি ঘাটে স্থাপিত অস্থায়ী কাঁচাবাজারের প্রবেশমুখে স্বয়ংক্রিয় এ জীবাণুনাশক বুথের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু।

করোনাভাইরাসের প্রভাবে সৃষ্ট পরিস্থিতিতে বাজারে আগত জনসাধারণ প্রবেশ ও বহির্গমনের সময় এ জীবাণুনাশক বুথ ব্যবহারে বাজার থেকে করোনাভাইরাসের বিস্তার রোধ অনেকাংশেই সম্ভব হবে বলে মনে করেন সিটি মেয়র।

মেয়র টিটু বলেন, ‘বাজার হলো একমাত্র স্থান যেখানে প্রতিদিন বিপুল পরিমাণ লোক সমাগম হয়। তাই এখানে সংক্রমণের ঝুঁকিটাও বেশি। বাজারে আগত সকল ক্রেতা-বিক্রেতাদের করোনাভাইরাসের হাত থেকে সুরক্ষায় এই বুথ স্থাপনের উদ্যোগ নিয়েছি। আমি চাই আমার নগরবাসী নিরাপদে ও সংক্রমণমুক্ত থাকুক।’

মসিক সূত্র জানায়, নগরের মেছুয়া বাজারের একাধিক প্রবেশমুখ, এসকে হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল, গাঙ্গিনারপাড় ও ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রবেশমুখে জীবাণুনাশক বুথ স্থাপন করা হবে। যার কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে।

 

এ সম্পর্কিত আরও খবর