রমেকে সেনাবাহিনীর জীবাণুনাশক স্প্রে বুথ স্থাপন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-23 14:48:41

করোনার সংক্রমণ ঝুঁকি কমাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের (রমেক) প্রবেশ দ্বারে জীবাণুনাশক স্প্রে বুথ স্থাপন করা হয়েছে। রংপুর বিভাগীয় কমিশনার কে.এম তারিকুল ইসলাম এই বুথের উদ্বোধন করেন।

সোমবার (৪ মে) বিকেলে হাসপাতাল চত্বরে রংপুর সেনানিবাসের ৬৬ পদাতিক ডিভিশনের ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের পক্ষ থেকে জীবাণুনাশক এই স্প্রে বুথ স্থাপন করা হয়।

উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার কে.এম তারিকুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় সতর্কতা এবং সচেতনতার বিকল্প নেই। চিকিৎসক, নার্স, রোগী ও তাদের স্বজনসহ হাসপাতালে আগত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব ও ঘরে থাকার বিষয়টিকে বেশি গুরুত্ব দিতে হবে।

এ সময় কমান্ডার ৭২ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর হারুন, রংপুর জেলা প্রশাসক মো. আসিব আহসান, ৬৬ পদাতিক ডিভিশনের লে. কর্নেল তারিকুল আলম, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নুরুন্নবী চৌধুরী লাইজু, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ফরিদুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর