নাগরপুরে বেড়িবাঁধের মাটি কেটে বিক্রি, ভাঙনের শঙ্কা

, জাতীয়

অভিজিৎ ঘোষ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, টাঙ্গাইল | 2023-09-01 23:39:34

টাঙ্গাইলের নাগরপুরে বেড়িবাঁধের মাটি কেটে বিক্রি করায় ভাঙনের হুমকিতে পড়েছেন নদীপাড়ের মানুষ। দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি বিক্রি করলেও সেটি বন্ধের উদ্যোগ নেয়া হয়নি।

জানা গেছে, উপজেলার ভাড়রা ইউনিয়নের আটাপাড়া এলাকায় যমুনা নদীতে বাঁধের কাজ করে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। বাঁধের কাজ এখনো চলছে। বেড়িবাঁধের জন্য সিসি ব্লক রেখে যেখানে কাজ চলছে, সেখানকার ব্লকগুলো সরিয়ে মাটি বিক্রি করা হচ্ছে। স্থানীয় প্রভাবশালী রঞ্জু তালুকদার দীর্ঘদিন ধরে বেড়িবাঁধের মাটি বিক্রি করছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। ফলে স্থানীয়রা মাটি কাটা বন্ধে কোনো প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।

বেড়িবাঁধের মাটি কেটে বিক্রি করা হচ্ছে, ছবি: বার্তা২৪.কম

এদিকে দীর্ঘদিন ধরে মাটি কাটার ফলে হুমকির মুখে পড়েছেন নদী পাড়ের মানুষ। নদীতে পানি বাড়লেই ভাঙনের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন তারা।

আটাপাড়া গ্রামের দিলিপ সরকার, রাসেল শিকদার, বাবু সরকারসহ অনেকেই জানান, বারবার নিষেধ করলেও জোর করে বেড়িবাঁধের মাটি কেটে বিক্রি করছেন রঞ্জু তালুকদার। স্থানীয় প্রভাবশালীরাও তার সাথে যুক্ত হয়ে মাটি কাটছেন।

বেড়িবাঁধের মাটি কেটে বিক্রি করা হচ্ছে, ছবি: বার্তা২৪.কম

বেড়িবাঁধের মাটি কাটার বিষয়ে রঞ্জু তালুকদার বলেন, আটাপাড়া এলাকার যমুনা নদীতে বেড়িবাঁধে কাজ করা ঠিকাদার আমার জমি নষ্ট করেছেন। জমিতে বাঁধের কাজ করলেও কোনো ধরনের ক্ষতিপূরণ দেয়া হয়নি। এছাড়া বাঁধ সংলগ্ন আমার জমি থেকেই মাটি কেটে বিক্রি করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, যমুনা নদীর বেড়িবাঁধের মাটি কাটা বন্ধে খুব দ্রুতই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর