বেনাপোলে আরও দুই স্বাস্থ্য কর্মকর্তা আক্রান্ত

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর) | 2023-08-26 04:19:11

বেনাপোল ইমিগ্রেশনে ভারত ফেরত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় নিয়োজিত আরও দুই স্বাস্থ্য কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (৫ মে) দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষায় এ দুই কর্মকর্তার আক্রান্তের রিপোর্ট পেয়েছেন বলে জানান শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী।

এ নিয়ে ইমিগ্রেশনে কর্মরত ৬ স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

শার্শা উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী জানান, মঙ্গলবার ল্যাব থেকে পাওয়া রিপোর্টে হাসপাতালের দুই জন চিকিৎসক কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। তাদের আইসোলেশনে রাখা হয়েছে।

ভারতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়লে গত ৬ ফেব্রুয়ারি থেকে ভারতফেরত যাত্রীদের বেনাপোল ইমিগ্রেশনে স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়। আক্রান্ত ৬ চিকিৎসক এসব যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার কাজে নিয়োজিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর