ছুটিতে শুল্ক ও ভ্যাটের সব অফিস খোলা

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-05 13:11:19

সাধারণ ছুটিকালীন শুল্ক ও ভ্যাটের সব অফিস খোলা রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (৫মে) এনবিআরের শুল্ক ও ভ্যাট প্রশাসন অনুবিভাগ জেলা-উপজেলা পর্যায়ে ভ্যাট অফিস খোলা রাখার আদেশ জারি করেছে। করোনাভাইরাসের বিস্তারে রোধে সরকারের সাধারণ ছুটি সময় ১৬ মে পর্যন্ত বাড়ানোর প্রেক্ষিতে এ নির্দেশনা দিয়েছে এনবিআর।

এতে বলা হয়েছে, সাধারণ ছুটিকালীন জরুরি প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক ও ভ্যাট অনুবিভাগের আওতাধীন বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ের সব দফতর খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে করোনাভাইরাসের (কোভিড-১৯) গণসংক্রমণ রোধে প্রয়োজনীয় সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ সম্পর্কিত আরও খবর