ধামরাইয়ে চাকরি ফেরত ও বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2023-08-24 21:29:32

ঢাকার ধামরাইয়ে চাকরি ফেরত ও বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন একটি ব্যাটারি কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা।

বুধবার (৬ মে) ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকায় আরগুস মেটালস প্রাইভেট লিমিটেড কারখানার সামনে এই বিক্ষোভ করেন শ্রমিকরা।

শ্রমিকরা জানান, ওই কারখানায় ৭ থেকে ৮ বছর ধরে কাজ করেন বেশিরভাগ শ্রমিক। করোনাভাইরাসের কারণে গত ২৬ মার্চ বন্ধ ঘোষণা করা হয় কারখানা। এপ্রিলের প্রথম সপ্তাহে মার্চ মাসের বেতন পরিশোধ করে শ্রমিকদের।

পরে বন্ধকালীন তাদের ফোন করে কারখানা কর্তৃপক্ষ বলেন, কারখানা বন্ধ হয়ে গেছে আর খুলবে না, আপনারা অন্যত্র চাকরি খুঁজে নেবেন। হঠাৎ করেই তাদের এমন সিদ্ধান্ত অন্যায়ভাবে শ্রমিকদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।

বিক্ষুব্ধ শ্রমিক শহিদুল বলেন, ‘আমি ওই কারখানায় প্রায় ১২ বছর ধরে কাজ করি। সু সময়ে তারা আমাদের দিয়ে কোনো অজুহাত ছাড়াই কাজ করায়। হঠাৎ করে ছাঁটাইয়ের কথা বললে আমরা নতুন চাকরি কোথায় পাব। করোনা সংকটময় সময়ে আমাদের কে চাকরি দেবে, কোথায় পাব আমরা চাকরি। আমরা কি খেয়ে থাকব? আমরা আমাদের চাকরি ফেরত চাই। চাকরি ফেরত না পাওয়া পর্যন্ত আমরা এখানেই থাকব। তারা কোনো আইনের ভিত্তিতে বন্ধকালীন ফোন করে ছাঁটাইয়ের খবর দিচ্ছে এর জবাব চাই আমরা ‘

এ ব্যাপারে কারখানাটির অ্যাডমিন অফিসার আব্দুল হামিদ বলেন, ‘শ্রমিকদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা কাউকে ছাঁটাই করি নাই। ছাঁটাই করা হলে কারখানার সামনে নোটিশ থাকতো। তবে কারখানা বন্ধ হয়েছে কবে খুলবে এটা বলা যাচ্ছে না। তাই এখন শ্রমিকদেরও প্রয়োজন নাই।’

বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের সাভার ও আশুলিয়া আঞ্চলিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইমন বলেন, ‘মৌখিকভাবে শ্রমিকদের ছাঁটাই করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষের এহেন আচরণ শ্রম আইন পরিপন্থী।’

তিনি আরও বলেন, ‘শিল্প পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, কারখানা কর্তৃপক্ষ ১৭ মে শ্রমিকদের এপ্রিল মাসের বেতন প্রদান করবে বলে জানিয়েছে। আর কারখানা বন্ধ হলে আইন অনুযায়ী পাওনাদি পরিশোধ করা হবে এমন আশ্বাসে শ্রমিকরা ঘরে ফিরে যায়।’

এ সম্পর্কিত আরও খবর