লোকালয়ে ক্ষুধার্ত হনুমান

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2023-08-31 14:03:33

কুষ্টিয়ার মিরপুরে পাঁচটি হনুমান একসঙ্গে ঘুরছে। এক গাছ থেকে আরেক গাছের ডালে ডালে, মানুষের বাড়ির ছাদ বা টিন বেয়েও বেড়াচ্ছে তারা। তাদেরকে দেখতে ভিড় জমিয়েছেন উৎসুক জনতাও। অনেকেই হনুমানগুলোকে খাবারও দিচ্ছেন।

গত মঙ্গলবার (৫ মে) বিকেলে উপজেলার মশান গ্রামে শাহপাড়া মোড়ে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়।

এলাকাবাসী জানায়, হনুমানগুলো এক সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। তাদের স্বভাব অনেকটাই শান্ত প্রকৃতির। তাদেরকে আপেল, পেয়ারা, কলা, বিস্কুট এমনকি ঢেঁড়স দেওয়ার সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছে।

স্থানীয় বজলুর রহমান বলেন, ‘ক্ষুধার জ্বালায় হনুমানগুলো লোকালয়ে চলে এসেছে। তাদের দেখে ক্ষুধার্ত মনে হওয়ায় অনেকেই অনেক কিছু দিচ্ছে, সেগুলো তারা খাচ্ছেও।’

তাদের স্বভাব অনেকটাই শান্ত প্রকৃতির

বুধবার (৬ মে) পশুপাখি নিয়ে কাজ করা মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের সভাপতি শাহাবুদ্দিন মিলন বলেন, ‘হনুমানগুলো যেভাবে ঘুরছে ঘুরুক। তাদের আটক করা যাবে না। তারা প্রাকৃতিক সম্পদ।’

কুষ্টিয়ার জগতি রেঞ্জ বন কর্মকর্তা জুয়েল রানা মোবাইল ফোনে বলেন, ‘খাদ্যের অভাবে লোকালয়ে চলে এসেছে। মেহেরপুর সীমান্ত দিয়ে এসব হনুমানগুলো আসতে পারে। তাদের যেন কেউ বিরক্ত না করে।’

এ সম্পর্কিত আরও খবর