প্রণোদনার দাবিতে সাভারে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2023-08-31 15:17:13

সাভারে আর্থিক সহযোগিতা ও সরকারি প্রণোদনার দাবিতে বিক্ষোভ করেছেন গণপরিবহন শ্রমিকরা।

বুধবার (৬ মে) সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

শ্রমিকরা বলেন, গত দেড় মাস ধরে গণপরিবহন বন্ধ রয়েছে। এই দেড় মাসে কোন ধরনের সহযোগিতা আমরা পাইনি। এর আগেও আমরা ত্রাণের দাবিতে আন্দোলন করেছি। তারপরেও আমরা কোন ধরনের সহযোগিতা পেলাম না। তাই পেটের ক্ষুধায় আবারও রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

জীবন নামে এক পরিবহণ শ্রমিক বলেন, আমাদের নামে সহযোগিতা এসেছে এটা আমরা বিশ্বাস করি। এই সহযোগিতা পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা খেয়ে ফেলেছে। তারা আজও আমাদের উস্কানি দিয়েছে রাস্তা অবরোধ করার জন্য। কিন্তু আমরা করিনি। শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আমরা জানাচ্ছি। আমরা সরকারের প্রণোদনা ও সহযোগিতা চাই। আর যদি সহযোগিতা না পাই তাহলে আমাদের গাড়ি খুলে দেওয়া হোক।

এ ব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জাকারিয়া বলেন, কয়েজন শ্রমিকরা রাস্তার পাশ দিয়ে হেঁটে গেছে এরকম খবর আমরা পেয়েছিলাম। তবে রাস্তায় নেমে কোন ধরনের বিশৃঙ্খলা তারা করেনি।

এ সম্পর্কিত আরও খবর