মিয়ানমার থেকে ৪৩ বাংলাদেশি ফিরছে আজ

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 05:50:50

মিয়ানমারে আটকা পড়ে থাকা ৪৩ বাংলাদেশি বুধবার (৬ মে) মিয়ানমার এয়ারওয়েজ ইন্টারন্যাশনালের (এমএআই) একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে ইয়াঙ্গুন ছেড়েছে।

ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাস আটকা পড়ে থাকা বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনের জন্য সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে। স্থানীয় সময় বিকেল নাগাদ বিশেষ ফ্লাইটটি ইয়াঙ্গুন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে।

মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত এইচ.ই. মনজুরুল করিম খান চৌধুরী ইয়াঙ্গুন বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সাথে দেখা করে তাদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নেন এবং তাদের নিরাপদে ভ্রমণের জন্য শুভেচ্ছা জানান।

বিশেষ ফ্লাইটটি ইয়াঙ্গুন ফেরার সময় মিয়ানমারের ৩৮ জন নাগরিককে ফিরিয়ে নেবে। তাদের মধ্যে অনেকে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) শিক্ষার্থী। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ইয়াঙ্গুনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে এই কাজটি সম্পাদনে সহায়তা প্রদান করেছেন যাতে বিশেষ ফ্লাইটটি দ্রুততম সময়ে পরিচালনা করা যায়।

এ সম্পর্কিত আরও খবর