সাভারে পোশাক শ্রমিকসহ আরো ১৯ জন আক্রান্ত

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2023-08-03 14:30:28

সাভারে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা অর্ধশতাধিক ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় পোশাক শ্রমিকসহ আরো ১৯ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে সাভারে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৩ জনে।

বুধবার (৬ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাজমুল হুদা মিঠু। এর আগে গতকাল মঙ্গলবার ৫৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।

নাজমুল হুদা মিঠু জানান, মঙ্গলবার ৫৫ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। এর মধ্যে ১৯ জনের ফলাফল করোনা পজিটিভ এসেছে। আক্রান্ত ১৯ জনের মধ্যে ৯ জন পোশাক শ্রমিক। এ নিয়ে সাভারে পোশাক শ্রমিক আক্রান্ত হলো ২৯ জন। আক্রান্ত ১৯ জনের মধ্যে একজন ধামরাইয়ের বাসিন্দা। তিনি ব্যাংক কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। সাভারে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ জনে।

তিনি আরও জানান, আক্রান্তদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সাথে তাদের বাসস্থান লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর