পদ্মা সেতু প্রকল্পের ঘটনায় গুজবে কান না দিতে অনুরোধ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 04:23:43

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা রেলওয়ে সেতু প্রকল্পে ঠিকাদারদের সঙ্গে শ্রমিকদের দৈনিক ভাতা নিয়ে অসন্তোষের ঘটনাটি নিয়ে গুজবে কান না দেওয়া অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দফতর।

বুধবার (৬ মে) দিবাগত রাত ২ টায় দিকে একটি সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি জানানো হয়।

পুলিশ সদর দফতর বলা হয়, পদ্মা রেলওয়ে সেতু প্রকল্প। চীনা ঠিকাদার প্রতিষ্ঠান স্থানীয় শ্রমিকদের নিয়ে কাজ করছেন। দৈনিক ভাতা নিয়ে অসন্তোষ দেখা যায় স্থানীয় শ্রমিকদের মধ্যে। এতে শ্রমিকদের সঙ্গে বাংলাদেশি বেসরকারি নিরাপত্তা কর্মীদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয়।

পরে পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসন ঘটনাস্থলে এসে পরিবেশ নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনায় ৩ জন শ্রমিক আহত হন। ঘটনাটি নিয়ে কোনো মহল গুজব ছড়াতে পারে। সেই গুজবে কান না দিতে অনুরোধ করেছে পুলিশ সদর দফতর।

উল্লেখ্য, সন্ধ্যা থেকে এমন আলোচনা শোনা যায়, পদ্মা রেলওয়ে সেতু প্রকল্পে ঠিকাদারদের সঙ্গে শ্রমিকদের ভাতা নিয়ে অসন্তোষের জের ধরে গোলাগুলির ঘটনা ঘটেছে।

এ সম্পর্কিত আরও খবর