সাভারের আশুলিয়ায় করোনাভাইরাসের প্রভাবে যখন মানুষ ঘর থেকে বের হচ্ছে না তখন সেনাবাহিনীর একটি টিম বিনামূল্যে অসহায় মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে চিকিৎসা সেবা।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে বজ্রদীপ্ত তিন এর ব্যবস্থাপনায় আশুলিয়ার দোসাইদ স্কুল অ্যান্ড কলেজ মাঠে সেনাবাহিনীর ৫ সদস্যের একটি টিম অস্থায়ী ক্যাম্প করে এই চিকিৎসা সেবা প্রদান করেন।
সাভার এরিয়ার ১১ ফিল্ড অ্যাম্বুলেন্স নবম পদাতিক ডিভিশনের সহযোগিতায় ক্যাপ্টেন ডা.তামীম ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর পাঁচ সদস্য বিশিষ্ট মেডিকেল টিম এ চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় রোগীদের তাপমাত্রাও পরীক্ষা করা হয়। একই সাথে চিকিৎসা নিতে আসা এসব মানুষের মাঝে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। এসময় কয়েক শতাধিক রোগী চিকিৎসা ও ওষুধ গ্রহণ করেন।
চিকিৎসা নিতে আসা অসহায় ও দুস্থরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, করোনার প্রাদুর্ভাবে সাধারণ রোগীরাও ঘর থেকে বাইরে যাচ্ছে না। তা ছাড়া তাপমাত্রাও পরিমাপ করার সুযোগ নেই তাদের। তারা খুবই অসহায় হয়ে পড়েছিল। সেনাবাহিনীর এই অস্থায়ী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায়রা অনেক উপকৃত হলো।