ট্রাকচাপায় পা হারালেন বাবা ও দুই সন্তান

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া | 2023-09-01 09:33:03

বগুড়ায় ট্রাকচাপায় পা হারালেন বাবা ও দুই সন্তান। তিনজনই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) সকালে বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- বগুড়ার শেরপুর ঘোষপাড়ার লিটন মণ্ডল (৩৫), তার ছেলে আসিফ (১২) ও মেয়ে রওজা (৭)।

জানা গেছে, লিটনের ছেলে ও মেয়ে কয়েকদিন আগে নানার বাড়ি শিবগঞ্জের মোকামতলায় বেড়াতে যায়। বৃহস্পতিবার সকালে লিটন সেখান থেকে মোটরসাইকেল যোগে ছেলে-মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে আড়িয়া বাজার নামক স্থানে বিপরীতমুখী একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে তারা প্রাণে বেঁচে গেলেও তিনজনই গুরুতর আহত হন।

দ্রুত তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনজনেরই ডান পা গুরুতর জখম হওয়ায় ভর্তির পরই অপারেশন শুরু হয়। দুপুর ২টা পর্যন্ত অপারেশন শেষে চিকিৎসকরা মেয়ে রওজার ডান পা বিচ্ছিন্ন করে ফেলেন। বাবা এবং ছেলের অপারেশন করতে রক্তের প্রয়োজনীয়তা দেখা দেয়ায় তাদের পা বিচ্ছিন্ন করা হয়নি। তবে তাদের পা কেটে ফেলতে হবে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।

এদিকে দুর্ঘটনার পরপরই ট্রাক ফেলে রেখে পালিয়ে গেছেন চালক-হেলপার। পরে পুলিশ ট্রাকটি জব্দ করে।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ বার্তা২৪.কমকে জানান, বাবা ও ছেলের পায়েও গুরুতর জখম হয়েছে। তাদের পা কেটে ফেলে দিতে হবে।

এ সম্পর্কিত আরও খবর