সাদুল্লাপুর থেকে ২১২০ মেট্রিক টন ধান কিনবে সরকার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2023-08-25 02:11:17

গাইবান্ধার সাদুল্লাপুর থেকে চলতি ইরি-বোরো মৌসুমে ২৬ টাকা কেজি দরে ২ হাজার ১২০ মেট্রিক টন ধান ক্রয় করবে সরকার। এ উপজেলায় দুটি খাদ্যগুদামের আওতায় এসব ধান ক্রয় করা হবে। এ কারণে লটারির মাধ্যমে ২ হাজার ১২০ জন কৃষক নির্বাচন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে সাদুল্লাপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নবীনেওয়াজ কৃষক নির্বাচন কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় সাদুল্লাপুর উপজেলা কৃষি অফিসার খাজানুর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা মোফাখ্খারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রভাষক আব্দুল জলিল সরকার, সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজা, সাদুল্লাপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অনিমেষ কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব বলেন, সাদুল্লাপুর থেকে চলতি ইরি-বোরো মৌসুমে ২৬ টাকা কেজি দরে ২ হাজার ১২০ মেট্রিক টন ধান ক্রয় করবে সরকার। সরকারিভাবে ধান ক্রয়ে লটারির মাধ্যমে প্রকৃত কৃষক নির্বাচন করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর