শিমুলিয়া ফেরিঘাটে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড়

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মুন্সীগঞ্জ | 2023-08-23 17:14:38

মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ফেরিঘাটে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফেরিঘাট এলাকায় এ চিত্র দেখা গেছে।

সরেজমিনে প্রতিটি ফেরিতেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। যেন তিল ধারণের ঠাঁই ছিল না। করোনার কোনো ভয় তাদের মাঝে নেই।

মাওয়া ট্রাফিক জোনের টিআই হিলাল উদ্দিন জানান, ঘাটে বাস না থাকলেও অসংখ্য উবার ও পাঠাও রয়েছে। সেই সঙ্গে নসিমন, করিমন, টেম্পো, অটোসহ নানা ধরনের যানবাহনে ভেঙে ভেঙে বিকল্পপথে ঢাকা যাচ্ছেন যাত্রীরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (এজিএম) মো. শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট দিয়ে ফেরিতে করে সহস্রাধিক যাত্রী পারাপার হয়েছে। গার্মেন্টস ও মার্কেট খুলে দেয়ার ঘোষণায় দক্ষিণাঞ্চলের মানুষ ঢাকামুখী হচ্ছে।

তিনি আরও জানান, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট দিয়ে দিনে ৪ থেকে ৫টি ও রাতে ৭ থেকে ৮টি ফেরি চলাচল করছে।

এ সম্পর্কিত আরও খবর