কুষ্টিয়ায় ঢাকা ফেরত নারী গার্মেন্টস শ্রমিকের করোনা শনাক্ত

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2023-08-24 11:27:45

কুষ্টিয়ার দৌলতপুরে ঢাকা থেকে আসা এক নারী গার্মেন্টস শ্রমিকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর গ্রামের এক নারী ঢাকার একটি গার্মেন্টেসে শ্রমিক হিসেবে কাজ করেন। করোনা উপসর্গ নিয়ে গত ৪ এপ্রিল তিনি ঢাকা থেকে দৌলতপুরে গ্রামের বাড়িতে আসেন। খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের কর্মীরা পরের দিন (৫ এপ্রিল) তার নমুনা সংগ্রহ করেন।

‘গত ২৪ ঘণ্টায় ঢাকার ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন থেকে ৬৬টি ও কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে ৬৭টি মিলিয়ে মোট ১৩৩টি নমুনার রিপোর্ট হাতে এসেছে। এর মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে একজন কোভিড-১৯ রোগী শনাক্ত হন। তিনিই ওই নারী’, বলেন তিনি।

আক্রান্ত নারীকে বর্তমানে হোম আইসোলেশনে রাখা হয়েছে বলেও জানান তিনি।

 

এ সম্পর্কিত আরও খবর