নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দরে একটি পাঁচতলা ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে দু’টি শিশু ও এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে৷
শুক্রবার (৮ মে) সকাল ৬টার দিকে বন্দর উপজেলার ২২ নম্বর ওয়ার্ড উইলসন কবরস্থান রোডের দীঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷
নিহতরা হলেন-বিস্ফোরিত ভবনের নিচতলার বাসিন্দা খোরশেদ আলমের দুই ছেলে মাসনুন (১২) ও জিসান (৮) এবং পাশের বাড়ির হুমায়ূন কবিরের আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী লাবনী আক্তার (৩০)৷
এতে আহত হন আরও পাঁচজন৷ তারা হলেন, নিহত নারীর মেয়ে নাবিলা, তামান্না, শহীদ, রেকমত শেখ ও রুবেল৷
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানা, সকাল ৬টার দিকে বন্দরের উইলসন রোডের রফিকুল ইসলামের পাঁচতলা ভবনটির নিচতলায় সেপটিক ট্যাংক বিস্ফোরণ হয়৷ বিস্ফোরণে বাড়িটির নিচতলা, চারতলা এবং পাশের একটি টিনশেড বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে নিচতলার ঘরে ঘুমন্ত দুই ভাই ঘটনাস্থলেই মারা যায়। আর ওই বাড়ির পাঁচজন ও পাশের বাড়ির অন্তঃসত্ত্বা লাবনী আহত হন। গুরুতর অবস্থায় লাবনীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। বাকি আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তের কাজ চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হচ্ছে।