দিনাজপুরে লিচুর বাম্পার ফলনের সম্ভাবনা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-22 01:51:56

এবারে দিনাজপুরে ৫৪১৮ টি লিচু বাগানে লিচুর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। প্রতিটি গাছে লিচুর গুটি মাঝারি আকার হয়ে সবুজ রং ধরেছে। মে মাসের শেষের দিকে লিচু গাছ থেকে লিচু ভাঙতে পারবে বলে জানিয়েছে দিনাজপুর কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক তৌহিদুল ইকবাল।

তিনি বার্তা২৪.কমকে জানান, চলতি বছরে এবার দিনাজপুরের ১৩ টি উপজেলায় ৬৫৪৬ হেক্টর জমিতে ৫৪১৮ টি লিচু বাগান রয়েছেন। গত বারের চেয়ে এবছর লিচুল ফলন ভাল হয়েছে। কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে লিচু চাষিরা লিচুর ভাল  ফল পাবে।

তিনি আরও জানান, প্রতিটি ইউনিয়নে ২ থেকে ৩ জন কৃষি কর্মচারী রয়েছে। তারা প্রতিনিয়ত লিচু বাগান পরিদর্শন করছেন এবং বিভিন্ন পরামর্শ দিয়ে আসছেন।

ঘোড়াঘাটের উসমানপুর এলাকার লিচুচাষী তৌফিক রহমান বার্তা২৪.কমকে জানান, আমার ৫ বিঘা জমিতে চাইনা থ্রি ১৬৫ টি লিচু গাছ আছে। এ বছর লিচুর ফলন ভাল হয়েছে। গত বছর ৩ লাখ টাকার লিচু বিক্রি হয়েছিলো। লিচু বাগান বাবদ খরচ ছিলো ১ লাখ ২০ হাজার টাকা।

ঘোড়াঘাট কৃষি অফিসার এখলাস হোসেন বার্তা২৪.কমকে জানান, উপজেলায় ৫৩ হেক্টর জমিতে ১৬০ লিচু বাগান রয়েছে।

নবাবগঞ্জ কৃষি অফিসার মোস্তফিজুর রহমান বার্তা২৪.কমকে বলেন, এবছর গোটা উপজেলায় ২৭০ হেক্টর জমিতে ৩৫২ টি লিচু বাগান রয়েছে। অন্য বছরের চেয়ে এবছর লিচুর ফলন ভাল হয়েছে।

তিনি আরও জানান, প্রতি বছর নতুন নতুন লিচু বাগান তৈরি হচ্ছে। আশা করছি আগামী এক মাসের মধ্যে লিচু চাষিরা তাদের লিচু ভেঙে বাজারজাত করতে  পারবে।

এ সম্পর্কিত আরও খবর