চাহিদা সাপেক্ষে খুলনা রুটে ফের চলবে পার্সেল ট্রেন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 20:01:41

কৃষকের পণ্য পরিবহনের পর্যাপ্ত চাহিদা থাকলে খুলনা-ঢাকা রুটে আবারও চালানো হবে পার্সেল স্পেশাল ট্রেন। বর্তমানে খুলনা রুটের পার্সেল স্পেশাল ট্রেনটি পঞ্চগড়-ঢাকা রুটে চলাচল শুরু হয়েছে। ট্রেনটি উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

শনিবার (৯ এপ্রিল) বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. সফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা-ঢাকা-খুলনা রুটে কৃষিপণ্য পরিবহনের জন্য পার্সেল স্পেশাল ট্রেন পরিচালনার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, পর্যাপ্ত চাহিদা প্রাপ্তি সাপেক্ষে এই রুটে ট্রেনটি পরিচালনা করা হবে।

আরও পড়ুন: ঞ্চগড়ে স্পেশাল ট্রেন উদ্বোধন করলেন রেলমন্ত্রী

খুলনা-ঢাকা-খুলনা রুটে পার্সেল মালামাল বুকিংয়ের জন্য সংশ্লিষ্ট সেকশনের স্টেশন মাস্টার, কর্মকর্তা ও কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। প্রয়োজনীয় (০১৭১১৬৯১৬২১, ০১৭১১৬৯১৬২০, ০১৭১৮৩৩৯৩২৬, ০১৭১০৩৬৯০০৯) নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে।

উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম-সরিষাবাড়ী-চট্টগ্রাম এবং ঢাকা-ভৈরববাজার-ঢাকা রুটেও পার্সেল ট্রেন চলাচল করছে।

এ সম্পর্কিত আরও খবর