আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রোববার (১০ মে) থেকে স্বল্প পরিসরে শপিংমল খোলার অনুমতি দিয়েছিল সরকার। তবে নিজেদের স্বাস্থ্য সুরক্ষা ও করোনা সংক্রমণ প্রতিরোধে দেশের বৃহত্তম তিনটি শপিংমল ঢাকা নিউমার্কেট, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও যমুনা ফিউচার পার্ক না খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে মার্কেট কর্তৃপক্ষ।
দেশের বৃহত্তম এই তিন শপিং মলের দোকান খোলা না রাখার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা। করোনাভাইরাসের উন্নতি না হলে শপিংমল খোলা হবে না বলেও জানান দোকান মালিক ও মার্কেট কর্তৃপক্ষ। কর্মী ও দোকানদারদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তারা।
বাংলাদেশ সরকারের হিসাব মতে, এখন বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত রোগীর মোট সংখ্যা ১৩ হাজার ৭৭০। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২১৪ জনের। আর আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সর্বমোট সুস্থ হয়েছেন ২ হাজার ৪১৪ জন।