রাজবাড়ীর মার্কেটগুলোতে নারীদের ভিড়

, জাতীয়

সোহেল মিয়া, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2023-08-13 22:42:52

রাজবাড়ীতে করোনাভাইরাস পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকা বিভিন্ন দোকান, মার্কেট ও শপিংমল সীমিত আকারে খুলে দেওয়া হয়েছে। প্রথম দিনই জেলার পাঁচ উপজেলার মার্কেটগুলোতে আসন্ন ঈদুল ফিতরের কেনাকাটায় নারীদের উপস্থিতি চোখে পড়ার মতো। তবে অনেকেই মানছেন না সামাজিক দূরত্ব।

রোববার (১০ মে) বেলা ১১টার দিকে বালিয়াকান্দি বাজারের চম্পা সুপার মার্কেটে গিয়ে দেখা যায়, বিভিন্ন কাপড়ের দোকান ও কসমেটিকসের দোকানগুলোতে নারীরা ভিড় করছেন। অনেকেই আবার ঈদের কেনাকাটা শুরু করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী ক্রেতা বলেন, ‘আমার নিজের ব্যবহৃত ও বাচ্চার কিছু পোশাক কেনার জন্য এসেছি। তাছাড়া সামনে ঈদ, তাই আগে ভাগেই কিছু কিনে রাখি। কারণ আবার কখন বন্ধ হয়ে যায় তা তো বলা যাচ্ছে না।’

অনেকেই মানছেন না সামাজিক দূরত্ব

রাজবাড়ীর সদরের মার্কেটগুলোতে সাধারণ মানুষের প্রচণ্ড ভিড় দেখা যায়। মনে হচ্ছে যেন তারা ঈদের ছুটিতে বাড়ি এসে কেনাকাটা করছেন। অনেক দোকানদার ও ক্রেতা মানছেন না সরকারি নির্দেশনা। একে অপরের সঙ্গে গাদাগাদি করে মার্কেটগুলোতে তারা কেনাকাটা করছেন।

বসন্তপুর থেকে আসা নারী রাবেয়া বশরি বলেন, ‘করোনা আমাদের কিছুই করতে পারবে না। আমরা যথেষ্ট সচেতন।’

এ সম্পর্কিত আরও খবর