আশুগঞ্জে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ শুরু

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া | 2023-08-24 14:49:48

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরকারিভাবে বোরো মৌসুমের ধান সংগ্রহ শুরু করা হয়েছে।

রোববার (১০ মে) সকালে উপজেলা খাদ্য গুদামে এই ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সী ও উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার। চলতি বোরো মৌসুমে সরাসরি উপজেলার কৃষকদের কাছ থেকে মোট ৫’শ ৬৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধান ২৬ টাকা দরে মণ প্রতি কৃষককে ১ হাজার ৪০ টাকা করে দেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মাইনুল হোসেন ভূঁইয়া, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, জেলা চাতালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ভূইয়া স্বপন, উপজেলা চাতালকল মালিক সমিতির সভাপতি জোবায়ের হায়দার ভুলু ও সাধারণ সম্পাদক হেলাল সিকদার প্রমুখ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজিমুল হায়দার জানান, উপজেলা কৃষি অফিসের তালিকাভুক্ত ৮টি ইউনিয়নের মোট ৭৮৩ জন কৃষক থেকে লটারির মাধ্যমে ৫৬৩ জন কৃষক বাছাই করা হয়েছে। চলতি বোরো মৌসুমে প্রতি কৃষক থেকে সর্বোচ্চ ১ টন করে বোরো ধান কেনা হবে।

এ সম্পর্কিত আরও খবর