রাজশাহীতে মেস ভাড়ার ৪০ শতাংশ মওকুফ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2023-08-29 03:32:26

করোনাভাইরাস সংক্রমণে উদ্ভূত পরিস্থিতিতে রাজশাহীতে মেস ভাড়ার ৪০ শতাংশ মওকুফের ঘোষণা দিয়েছে মেস মালিক সমিতি।

রোববার (১০ মে) দুপুরে জেলা প্রশাসন, সিটি করপোরেশন, মেট্রোপলিটন পুলিশ ও মেস মালিক সমিতির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

রাজশাহী জেলা প্রশাসক মো. হামিদুল হক ও মেস মালিক সমিতির সাধারণ ইসমাঈল হোসেন বিষয়টি বিকেলে নিশ্চিত করেন।

জেলা প্রশাসক হামিদুল হক বার্তা২৪.কমকে বলেন, সিদ্ধান্ত অনুযায়ী এপ্রিল মাস থেকে প্রত্যেক মেসের বোর্ডারকে ভাড়ার ৬০ শতাংশ মালিককে দিতে হবে। তবে ইতোমধ্যে যেসব মেসের ভাড়া পুরোপুরি মওকুফ করা হয়েছে সেসব মেস এ সিদ্ধান্তের আওতাভুক্ত থাকবে না।

রাজশাহী মেস মালিক সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বলেন, যারা পুরো ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছেন, সেখানে আর ভাড়া দেওয়ার প্রশ্নই ওঠে না। যারা নিজে থেকেই মওকুফ করেছেন, সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে উভয়পক্ষের কথা চিন্তা করে আমরা ৪০ শতাংশ ভাড়া মওকুফের সিদ্ধান্ত নিয়েছি।

তবে শিক্ষার্থীরা মেস মালিক সমিতির এমন সিদ্ধান্ত্রে সন্তুষ্ঠ নন। তারা জানান, করোনা পরিস্থিতি শুরু হলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণায় অধিকাংশ শিক্ষার্থী মেস ছেড়ে বাড়িতে অবস্থান করছেন। তাদের অভিভাবকরা যেখানে সংকটের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন, সেখানে মেসে না থেকেও ভাড়া দেয়ার কথা বলা কষ্টাসাধ্য। এ অবস্থায় মেস ভাড়া পুরোপুরি মওকুফের দাবি জানান শিক্ষার্থীরা।

এ সম্পর্কিত আরও খবর