ক্ষতিকর রাসায়নিক দিয়ে পাকানো ৪০ টন আম ও মেয়াদোত্তীর্ণ ৪ টন খেজুর জব্দ করেছে র্যাব।
রোববার (১০ মে) রাজধানীর বাদামতলী এলাকায় আমের আড়তে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
এ সময় আম ও মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ এবং ৪১ লাখ টাকা জরিমানা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
পাশাপাশি তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং চারটি আড়ত সিলগালা করার নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।
ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বার্তা২৪.কমকে বলেন, আমের মৌসুম শুরুর আগেই অসাদু ব্যবসায়ীরা বেশি লাভের আশায় রাসায়নিকে আম পাকিয়ে তা বিক্রি শুরু করেছেন। বাইরে থেকে পাকা মনে হলেও আমগুলো আসলে অপরিপক্ক। রাসায়নি দিয়ে কাঁচা আম পাকানো হয়েছে।