প্রস্তুতি থাকলেও ঈদের আগে চলবে না ট্রেন

, জাতীয়

হাসান আদিব, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2023-08-30 23:43:50

রাজশাহী রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারে নিরাপদ দূরত্ব বজায় রেখে আঁকা হয়েছে বৃত্ত। প্লাটফর্মজুড়েও চোখে পড়ছে তিনফুট দূরে দূরে আঁকা বৃত্ত। প্রবেশ পথে বসানো হচ্ছে হাত ধোয়ার বেসিন। সামাজিক মাধ্যমে এমন ছবি ভাইরালের পর গুজব ছড়িয়েছে ঈদের আগে চালু হচ্ছে ট্রেন!

তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে— ঈদের আগে ট্রেন চলাচল শুরুর কোনো সম্ভাবনা নেই। লকডাউন শিথিলের পর স্বাস্থ্যবিধি ও শৃঙ্খলা বজায় রেখে টিকিট বিক্রি ও করোনা প্রতিরোধে আগাম প্রস্তুতি নিচ্ছে রাজশাহী রেলওয়ে কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা যায়, রাজশাহী স্টেশনের কয়েকটি ছবি গত দুই দিন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যাচ্ছে— নিরাপদ দূরত্ব বজায় রেখে লাল রঙে বৃত্ত আঁকছেন রেলওয়ে কর্মচারীরা। ছবিগুলো শেয়ার করে অনেকে ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন। সেটা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

রাজশাহী স্টেশনে দূরত্ব মেনে আঁকা হয়েছে বৃত্ত

সোমবার (১১ মে) দুপুরে রাজশাহী স্টেশনে সরেজমিনে দেখা যায়, পুরো স্টেশন ফাঁকা। প্রহরী ছাড়া নেই কোনো কর্মকর্তা-কর্মচারী। ভিতরে প্রবেশের পর চোখে পড়ছে স্টেশনের টিকিট কাউন্টারের সামনে প্রায় তিন ফুট দূরে দূরে লাল রঙে আঁকা বৃত্ত। সবক’টি কাউন্টারে পুরো অংশজুড়ে এমন বৃত্ত আঁকা হয়েছে। এছাড়া রেল স্টেশনের প্রবেশ পথে হাত ধোয়ার জন্য অস্থায়ী বেসিন বসানোর প্রক্রিয়াও চলমান।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার আব্দুল করিম বার্তা২৪.কমকে জানান, গত ৯ মে থেকে বৃত্ত আঁকার কাজ শুরু হয়। পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আহসান উল্লাহ ভুঁইয়া, বিভাগীয় মেডিকেল অফিসার মারুফ হাসান ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু জাফর মিয়ার নির্দেশনায় সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘আপাতত ট্রেন চালু বা টিকিট বিক্রির কোনো নির্দেশনা নেই। কোনো বার্তাও মন্ত্রণালয় বা রেলওয়ে মহাপরিচালক দফতর থেকে আসেনি। তবে যেটুকু মৌখিকভাবে শুনেছি- ঈদের পর লকডাউন যদি কিছুটা শিথিল করা হয়, তবে সীমিত পরিসরে ট্রেন চালু হতে পারে।’

পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আহসান উল্লাহ ভূঁইয়া বার্তা২৪.কমকে বলেন, ‘আমরা কাউন্টার ও প্লাটফর্মে দূরত্ব বজায় রেখে বৃত্ত আঁকা বা অন্যান্য প্রস্তুতি নিয়ে রাখছি। কারণ অর্থনৈতিক স্বার্থে ট্রেন চালানো লাগবেই। যখন লকডাউন শিথিল হবে, সেটা ঈদের আগে হোক বা পরে; যাতে ট্রেন চলাচলের নির্দেশনা আসা মাত্রই শৃঙ্খলা বজায় রেখে কার্যক্রম পরিচালনা করা যায়। তবে ঈদের আগে ট্রেন চলাচলের কোনো সম্ভাবনা নেই।’

তিনি বলেন, ‘সরকার আমাদের নির্দেশনা দিয়েছে- লকডাউন শিথিল হলে করণীয় কী হতে পারে তা ঠিক করে প্রস্তুতি নিয়ে রাখার। ফলে শুধু বৃত্ত আঁকা নয়, আমরা স্টেশনের প্রবেশ পথে কড়া নজরদারি রাখবো। সেখানে অস্থায়ী বেসিন ও হাত ধোয়ার সামগ্রী রাখা হবে। সকলকে হাত ধুয়ে এবং মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যবহার করে স্বাস্থবিধি মেনে স্টেশনের ভেতরে প্রবেশ করতে হবে।’

জানতে চাইলে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ বার্তা২৪.কমকে বলেন, ‘ঈদের আগে বা পরে, ঠিক কবে ট্রেন চলাচল শুরু হবে, তা নিয়ে আমাদের এখনও কোনো নির্দেশনা দেয়নি সরকার। তবে করণীয় ঠিক করতে নির্দেশনা দিয়েছে। আমরা আমাদের করণীয় যা সেটা করে রাখছি। সেটার অংশ হিসেবে বৃত্ত আঁকা বা হাত ধোঁয়ার ব্যবস্থা করা হচ্ছে। আরও কী কী করা যায়, সেটা নিয়ে আমরা চিন্তা করছি। স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের।’

এর আগে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বার্তা২৪.কমকে বলেছেন, ‘গণপরিবহন চলাচল শুরু হলে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। তবে সেটিও সরকারের নির্দেশনা পাওয়ার পর। বর্তমানে আমরা পণ্যবাহী ট্রেন পরিচালনা করছি। তাছাড়া কৃষকের পণ্য পরিবহনে পার্সেল স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। তার জন্যই তো স্টেশনগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সবসময়ই প্রস্তুতি রাখা হচ্ছে।’

এ সম্পর্কিত আরও খবর