করোনা রোগী বাড়ছে, স্বেচ্ছায় নরসিংদী বড় বাজার বন্ধ রাখলেন ব্যবসায়ীরা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নরসিংদী | 2023-08-29 01:58:39

নরসিংদী জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এ কারণে স্বেচ্ছায় নরসিংদী বড় বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বাজার বণিক সমিতি। সেই সঙ্গে বন্ধ হওয়া দোকান কর্মচারীদের প্রাপ্য বেতন ভাতা পরিশোধের নির্দেশনাও দেয়া হয়েছে।
 
সোমবার (১১ মে) নরসিংদী বাজার বণিক সমিতির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, গত ৯ মে শনিবার জেলা শহরের বিভিন্ন শপিংমল ও মার্কেটের ব্যবসায়ী নেতাদের নিয়ে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারের স্বাস্থ্যবিধি মেনে শপিংমল ও মার্কেট পরিচালনার বিষয়ে সবাইকে জানানো হয়। এরই পরিপ্রেক্ষিতে ১০ মে নরসিংদীতে সীমিত আকারে দোকানপাট খোলার জন্য ব্যবসায়ীদের জানানো হয়। দোকানপাট খোলার মাত্র একদিনের মাথায় লোকজনের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এছাড়া কেউই স্বাস্থ্যবিধি মানছে না।
 
এদিকে নরসিংদীতে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাই সোমবার (১১ মে) সকালে নরসিংদী বাজার বণিক সমিতির নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা করেন ব্যবসায়ীরা। সভায় নরসিংদী বড় বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করেন তারা।

নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার জানান, শুধুমাত্র প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দোকান সীমিত আকারে প্রশাসনের দেয়া সময়সীমার মধ্যে খোলা থাকবে।

নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম জানান, নরসিংদীতে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। তাই ব্যবসায়ীরা নিজেদের সিদ্ধান্তে বাজার বন্ধের ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, নরসিংদীতে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২২৫ জন। সুস্থ হয়েছেন ১৪০ জন। মারা গেছেন ৩ জন।

এ সম্পর্কিত আরও খবর