ইউএস বাংলা ট্র্যাজেডি : লাশ শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ শুরু রোববার

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-25 22:55:08

নেপালের ত্রিভুবন বিমাবন্দরে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহতদের লাশ শনাক্তে তাদের স্বজনদের থেকে ডিএনএ (ডিঅক্সিরাইবো নিউক্লিয়িক এসিডি) নমুনা সংগ্রহের উদ্যোগ নিয়েছে সিআইডি। রোববার থেকে সিআইডির মালিবাগ কার্যালয়ে নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন পুলিশের এই শাখার ফরেনসিক ডিএনএ ল্যাবের উপ প্রধান আহমেদ ফেরদৌস। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন, ‘নিহতদের শনাক্ত করার প্রয়োজনেই তাদের স্বজনদের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হবে। তাদের থেকে রক্ত অথবা মুখের লালা সংগ্রহ করা হবে। এজন্য স্বজনদের সিআইডি কার্যালয়ে এসে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।’ সোমবার কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৭১ আরোহীর মধ্যে ৪৯ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে চার ক্রুসহ ২৬ জন ছিলেন বাংলাদেশি। নিহতদের মরদেহ কবে দেশে আনা হবে সে অপেক্ষায় আছেন তাদের স্বজনরা। উড়োজাহাজে আগুন ধরে পুড়ে যাওয়ায় কারও কারও মরদেহ শনাক্ত করতে স্বজনদের সঙ্গে ডিএনএ মেলানোর দরকার হতে পারে বলে কাঠমান্ডুতে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস জানিয়েছেন। বুধবার পর্যন্ত নিহতদের ১৯ জনের ময়নাতদন্ত শেষ হওয়ার তথ্য জানিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল নাইম হাসান বলেছেন, বাকিদের ময়নাতদন্তে আরও কয়েক দিন লাগবে। মরদেহ শনাক্ত হলে পর্যায়ক্রমে দেশে আনা হবে। লাশ শনাক্তে নিহতদের ডিএনএ নমুনা সংগ্রহের জন্য পুলিশের একটি দলকে নেপালে পাঠানোর সিদ্ধান্ত হয় বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠকে।  

এ সম্পর্কিত আরও খবর