দেশে করোনা আক্রান্ত ১৬৬৬০ জন, মৃত্যু ২৫০

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 04:11:34

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯৬৯ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬৬৬০ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে নতুন করে ১১ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৫০ জনে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯৬৯ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৬৬০ জনে।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৭৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ৬ হাজার ৮৪৫টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬৩৮টি।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ২৪৫ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ১৪৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আরও জানান, এখন মোট ৩৮টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে। গতকাল পর্যন্ত ৩৭টি ল্যাবে পরীক্ষা হতো।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ ব্যক্তির মধ্যে ৭ জন পুরুষ এবং ৪ জন নারী বলে জানান ডা. নাসিমা সুলতানা।

এ সম্পর্কিত আরও খবর