ডিউটি শেষ করে চিকিৎসক জানলেন তিনি করোনায় আক্রান্ত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নারায়ণগঞ্জ | 2023-08-20 16:55:55

নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক আক্রান্ত রোগীদের সেবা প্রদানের শেষে নিজেরই করোনা পজিটিভ রিপোর্ট পেয়েছেন।

মঙ্গলবার (১২ মে) দুপুরে ডিউটি শেষ করে ডা. রাশেদুজ্জামান জানতে পারেন তিনি করোনায় আক্রান্ত। পরে তিনি বিষয়টি হাসপাতালে অবগত করে আইসোলেশনে চলে যান। এর আগে করোনা পরীক্ষার জন্য নিজের নমুনা পরীক্ষাগারে পাঠান এই চিকিৎসক। এ পর্যন্ত হাসপাতালটিতে চিকিৎসক ও নার্সসহ ৪৮ কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. শামসুদ্দোহা সরকার সঞ্চয় বিষয়টি নিশ্চিত করে বলেন, আক্রান্ত ওই ডাক্তার রাতে ডিউটি শেষ করে দুপুরে জানতে পারেন তিনি করোনা পজিটিভ। সোমবার তিনি তার নমুনা পরীক্ষাগারে পাঠিয়েছিলেন। তবে করোনা পজিটিভ হলেও তার মনোবল দৃঢ় রয়েছে। আশা করছি দ্রুত সুস্থ হয়ে তিনি আবারো হাসপাতালে সেবা প্রদানে ফিরবেন।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা জেনারেল হাসপাতালের মোট ৩২৯ জন স্বাস্থ্যকর্মী কর্মরত রয়েছেন। এদের মধ্যে ৩৮ জন ডাক্তার, ১৬৪ জন নার্স এবং ১২৭ জন স্টাফ রয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর