করোনায় মিরসরাইয়ের প্রথম একজনের মৃত্যু

, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মিরসরাই (চট্টগ্রাম) | 2023-08-30 13:34:35

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্বাস্থ্য অধিদফতরের স্টোর অফিসার মোহাম্মদ নিজামের মৃত্যু হয়েছে। 

বুধবার (১৩ মে) ভোর সাড়ে ৫টায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মোহাম্মদ নিজাম চট্টগ্রামের মিরসরাইয়ের ইছাখালি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাফিজগ্রামের বাসিন্দা।

মৃতের জেঠাতো ভাই মিরসরাই ডায়াবেটিকস সেন্টারের চিকিৎসক আহমেদ মঈনুল ইসলাম জানান, গত মঙ্গলবার (১২ মে) দায়িত্বরত অবস্থায় তিনি কোভিড-১৯ (করোনা ভাইরাসে) আক্রান্ত হন। তার দুই ছেলেও করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তিনি আরও জানান, স্বাস্থ্য অধিদফতরে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে উনাকে গ্রামের বাড়িতে দাফন করা হবে বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন বলেন, ‘করোনায় স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা মৃত্যুর খবরটি অত্যন্ত দুঃখজনক। সামাজিক দূরত্ব নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাপনের ক্ষেত্রে প্রশাসনের কোনো নিষেধাজ্ঞা নেই। মরদেহ দাপনের সময় সীমিত সংখ্যক মুসল্লি উপস্থিতির নির্দেশনা দেওয়া হয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর