গত কয়েকদিন ধরে রাজধানীর উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। ফলে অতিরিক্ত গরমে অতিষ্ঠ হয়ে পড়ে নগরজীবন। সবাই অপেক্ষা করছিলেন এক পশলা বৃষ্টির জন্য। অবশেষে অঝোরে ঝরলো স্বস্তির বৃষ্টি।
বুধবার (১৩ মে) সকালে রাজধানীর আবহাওয়া ঠান্ডা ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের প্রখরতায় গরম বাড়ে। বেলা ৩টার পর আকাশে হাঠৎ জমতে থাকে মেঘ। এরপর মেঘের গর্জনে জানান দেয় বৃষ্টির কথা। অবশেষে বেলা সাড়ে ৩টার পর অঝোরে ঝরতে থাকে বৃষ্টি। অতিষ্ঠ গরমের পর ঠান্ডা বাতাস বইয়ে আনল এ বৃষ্টি। এতে করোনাভাইরাস পরিস্থিতিতেও নগরজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে।
আবহাওয়া অফিস বলছে, মে মাসের বেশিরভাগ সময়ে দেশের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। মাঝে মাঝে দেশের কোথাও কোথাও দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। তবে এ সময় ভ্যাপসা গরম বিরাজ করে।