মানিকগঞ্জে বাইরে ঘুরাফেরা করায় ২ যুবককে জরিমানা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2023-08-09 10:19:20

মানিকগঞ্জের ঘিওর বাজার এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিনা প্রয়োজনে চলাফেরা করার দায়ে দুই যুবককে জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়াও সরকারি আদেশ অমান্য করে মার্কেট খোলা রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে আরো তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

বুধবার (১৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরিন আক্তার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে সহায়তা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

এসময় অযথা বাইরে চলাফেরা করায় মোস্তাফিজুরকে ১০০ এবং তাপসকে ২০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়ী শহিদুল ইসলামকে ৫ হাজার, সুভাস চন্দ্র দাসকে ২ হাজার, জাহাঙ্গীর আলমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।

এ সম্পর্কিত আরও খবর