প্রয়োজনীয় ইকুইপমেন্ট এবং আইনজীবীদের দক্ষতার অভাব থাকায় ভার্চুয়াল আদালত পরিচালনা বর্জন করেছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি।
বুধবার (১৩ মে) দুপুরে সমিতির আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ভার্চুয়াল কোর্ট পরিচালনার ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ যন্ত্রপাতি ও কারিগরি দক্ষতার অভাব রয়েছে। সেদিক বিবেচনায় আমরা ভার্চুয়াল কোর্ট পরিচালনা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি।’
তবে আইনজীবী সমিতি থেকে কোর্টের কার্যক্রমে অংশ না নিলেও ব্যক্তিগতভাবে কেউ কেউ আদালতের কার্যক্রমে অংশ নিচ্ছেন বলে জানা যায়।