পুকুরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন, মালিকের জরিমানা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট | 2023-09-01 00:53:29

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার চাঁন মিয়া (৩২) নামে এক ড্রেজার মেশিন মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৩ মে) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকায় অভিযান চালিয়ে করে তার জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল হাসান। দণ্ডপ্রাপ্ত চাঁন মিয়া রংপুরের গঙ্গাচড়া উপজেলার পশ্চিম ইচলিচর গ্রামের আবু বক্করের ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকার পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে চাঁন মিয়াকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫০ হাজার জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল হাসান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে অবৈধ বালু ব্যবসায়ীদের আটক করা হয়েছে। পরে তাকে জরিমানা করা হয়। বালু উত্তোলন বন্ধ করতে তাদের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

এ সম্পর্কিত আরও খবর