গাইবান্ধায় গত ১০ দিনে করোনায় আক্রান্ত নেই

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2023-08-29 11:07:43

গাইবান্ধা জেলায় ১০ দিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হননি কেউ। তবে এর আগ পর্যন্ত মোট ২৪ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে ১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং একজন মারা গেছেন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।

গাইবান্ধা জেলায় বর্তমানে বাড়িতে সঙ্গরোধে আছেন ৩৮৫ জন ও আইসোলেশনে ৪ জন চিকিৎসাধীন রয়েছেন। কোয়ারেন্টাইন ও আইসোলেশন থেকে এ পর্যন্ত ছাড় প্রাপ্ত হয়েছেন ৩ হাজার ১৩৪ জন। করোনা সন্দেহে মোট ৬৩৯ জন রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছিল। এর মধ্যে ৫৮২ জনের রিপোর্ট পাওয়া গেছে।

কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত ব্যক্তির জরুরি চিকিৎসার জন্য দুটি অ্যাম্বুল্যান্স ও দুটি মাইক্রোবাস প্রস্তুত রয়েছে। এছাড়া ১০০ বেডের আইসোলেশন কেন্দ্রও প্রস্তুত।

গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন বার্তা২৪.কমকে জানান, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সকল ধরণের কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। একই সঙ্গে খাদ্যাভাব মানুষের মাঝে ত্রাণ বিতরণও চলছে।

এ সম্পর্কিত আরও খবর