মানিকগঞ্জে নারী চিকিৎসকসহ করোনায় আক্রান্ত ৬

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2023-08-31 08:51:16

মানিকগঞ্জে নতুন করে এক নারী চিকিৎসকসহ করোনায় আক্রান্ত হয়েছেন ছয় জন। আক্রান্তদের মধ্যে সিংগাইর উপজেলায় একজন, মানিকগঞ্জ সদর উপজেলায় একজন (২৮), ঘিওর উপজেলার দু’জন (৪৫, ৫৫) ও সাটুরিয়া উপজেলায় দু’জন (৫৫, ৬৫)। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৩১ জন।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, আক্রান্তদের মধ্যে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী চিকিৎসক তার ঢাকাস্থ বাসায় আইসোলেশনে আছেন। এছাড়া অন্য ৩ উপজেলায় আক্রান্ত পাঁচ জনও তাদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। তাদের সবার বাড়ি লকডাউন করা হবে এবং তাদের সংস্পর্শে আসা সব ব্যক্তির নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকার সাভার প্রাণিসম্পদ গবেষণা ইনিস্টিটিউটে পাঠানো হবে।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৫৫টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এরমধ্যে ছয় জনের করোনা পজিটিভ আসে। এ পর্যন্ত জেলায় মোট ১ হাজার ১৭৮ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে ১ হাজার ১১৩টি নমুনা পরীক্ষার ফল পাওয়া যায়।

মোট আক্রান্ত ৩১ জনের মধ্যে ১২ জন সুস্থ হয়ে নিজ বাড়িতে আছেন বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর