লক্ষ্মীপুরে করোনায় সুস্থ ২৩ জন

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর | 2023-08-20 20:12:34

লক্ষ্মীপুরে করোনাভাইরাসে আক্রান্ত ৭৬ জনের মধ্যে ২৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি ৫২ জন রোগী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড ও হোম আইসোলেটেডে চিকিৎসাধীন রয়েছেন। সবশেষ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে নতুন সুস্থ দুইজনকে সদর হাসপাতাল থেকে বাড়িতে পাঠানো হয়েছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনায় আক্রান্ত দুই রোগী সুস্থ হয়েছে। তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে

এর আগে বুধবার (১৩ মে) সুস্থ ৬ জনকে বাড়িতে পাঠানো হয়েছে। এনিয়ে জেলায় ২৩ জন রোগী সুস্থ হয়েছেন।

এ ব্যাপারে জেলা সিভিল সার্জন আবদুল গাফ্ফার বলেন, বুধবার (১৩ মে) রাতে সবশেষ ৫০ জনের নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে রায়পুরের ১২ ও রামগতি উপজেলার ১ জন। তাদেরকে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় শুরু থেকে এখনো পর্যন্ত ১ হাজার ৫০৯ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ৭৪ জনের করোনা পজিটিভ এসেছে।

এ সম্পর্কিত আরও খবর