ফ্রিতে ইয়াবা না দেয়ায় হেলপার উজ্জ্বলকে হত্যা করা হয়

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া | 2023-08-28 12:10:56

বগুড়ায় সাড়ে ৬ মাস পর বাস হেলপার উজ্জ্বল (২৫) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ।

এ হত্যার ঘটনায় সিরাজুল ইসলাম গিটু (২৭) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে এ হত্যার দায় স্বীকার করে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল আদালতে জবানবন্দি দেন তিনি।

হত্যার শিকার উজ্জ্বল বগুড়া শহরতলীর গাজী পালশা এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। উজ্জ্বল পেশায় বাসের হেলপার হলেও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

জানা গেছে, উজ্জ্বল ইয়াবার ব্যবসা করতেন। গত বছরের ২৮ অক্টোবর তার কাছে ফ্রিতে ইয়াবা চান সিরাজুল ইসলাম গিটুসহ আরও কয়েকজন। তারা উজ্জ্বলের কাছ থেকে নিয়মিত ইয়াবা ক্রয় করতেন। কিন্তু ফ্রিতে ইয়াবা দেবেন না বলে উজ্জ্বল তাদের জানিয়ে দেন। এতে ক্ষুব্ধ হয়ে কৌশলে ওই দিন রাত ১০টার দিকে উজ্জ্বলকে ডেকে নেন সিরাজুল ইসলাম গিটুসহ ৬ জন। এরপর তারা এক সঙ্গে ইয়াবা সেবন করেন। পরে বাড়ি ফেরার পথে উজ্জ্বলকে ছুরিকাঘাতে হত্যা করেন তারা।

এ ঘটনার পরদিন নিহতের মা আঞ্জুয়ারা বাদী হয়ে অজ্ঞাত আসামিদের নামে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ সাড়ে ৬ মাস পর আজ এ মামলার রহস্য উদঘাটন করে পুলিশ।

বগুড়া সদর থানার তদন্তকারী কর্মকর্তা আব্দুর রহিম বার্তা২৪.কমকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরও খবর