মানিকগঞ্জে ৬ কাপড় ব্যবসায়ীর জরিমানা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2023-09-01 07:06:09

মানিকগঞ্জের শিবালয় উপজেলার বিভিন্ন বাজারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কাপড়ের দোকান খোলা রাখার দায়ে ছয় কাপড় ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সময়ে একটি মিষ্টির দোকান ও চার প্রাইভেট কারচালককেও জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত শিবালয়ের সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ বিষয়ে জাকির হোসেন বার্তা২৪.কমকে জানান, নিষেধাজ্ঞা অমান্য করায় ছয় কাপড় ব্যবসায়ীর কাছ থেকে ২৬ হাজার টাকা, একটি মিষ্টির দোকানের মালিকের কাছ থেকে পাঁচ হাজার ও চার প্রাইভেট কারচালকের কাছ থেকে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

করোনার বিস্তার ঠেকাতে এবং সামাজিক দূরত্ব নিশ্চিতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, কাঁচা বাজার এবং ওষুধের দোকান ছাড়া অন্য কোনো শপিং মল কিংবা কাপড়ের দোকান খোলা পেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

এ সম্পর্কিত আরও খবর