দেশে আক্রান্ত ছাড়াল ২০ হাজার, মৃত্যু ২৯৮

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-05 23:50:54

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২০২ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এটাই একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এ নিয়ে দেশে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২০ হাজার ৬৫ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে ২৯৮ জনের প্রাণহানি হলো।

শুক্রবার (১৫ মে) দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২০২ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৬৫ জনে।

গত ২৪ ঘণ্টা ২৭৯ জন করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৮৮২ জন।

ডা. নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৫৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আর নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৫৩৯টি। নমুন পরীক্ষা ও সংগ্রহে এটা একদিনে সর্বোচ্চ। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৬০ হাজার ৫১২টি।

ঢাকায় ২০টি এবং ঢাকার বাইরে ২১টি ল্যাবসহ সারা দেশে মোট ৪১টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫ ব্যক্তির মধ্যে ৭ জন পুরুষ এবং ৮ জন নারী। বয়সের হিসেবে মৃতদের মধ্যে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন।

এ সম্পর্কিত আরও খবর