ন্যায্যমূল্য নিশ্চিতে নাটোরে 'কৃষকের বাজার' চালু

, জাতীয়

Mehedi shipon | 2023-08-27 10:25:59

করোনা সংকটের মধ্যে উৎপাদিত কৃষি পণ্যের স্বাভাবিক দাম পাচ্ছিলো না কৃষক। উৎপাদিত শাক-সবজি জেলার বাইরে বাজারজাতকরণও প্রায় অসম্ভব। এতে বেগুন, ঢেঁড়স, কুমড়া, টমেটোসহ বিভিন্ন শাকসবজি কখনো পানির দরে বিক্রি কিংবা রাস্তায় ফেলে দিতেও দেখা গেছে কৃষককে।

এমন অবস্থার প্রেক্ষিতে সপ্তাহে দুইদিন কৃষকের পণ্য মধ্যস্বত্বভোগী ছাড়াই ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করেছে নাটোর জেলা প্রশাসন ও কৃষি বিপণন অধিদফতর।

শুক্রবার (১৫ মে) থেকে নাটোরে শুরু হয়েছে মধ্যস্বত্বভোগীহীন সরাসরি কৃষকের বাজার। নাটোর শহরের পুরাতন বাস টার্মিনালে ব্যতিক্রমী এই বাজারের উদ্বোধন করেন নাটোর-২(সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

জেলা প্রশাসক কার্যালয় জানিয়েছে, এই কৃষকের বাজারের জন্য কোনো রাজস্ব নেবে না স্থানীয় প্রশাসন। এছাড়া প্রথমবারের মতো সরাসরি কৃষিপণ্য বিক্রির সুযোগ পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন প্রান্তিক কৃষকরা। এই উদ্যোগের জন্য তারা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

আবুল কালাম আজাদ নামের একজন প্রান্তিক কৃষক বলেন, 'গত দুই মাসে বেশ কয়েকবার বিক্রি করতে না পেরে উৎপাদিত বেগুন ফেলে দিতে হয়েছে। বাজারেও তুলতে পারিনি ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে। এখন কৃষকের বাজারে বেগুন বিক্রি করতে এনেছি। যা খরচ হয়েছে তাও উঠছে, কিছু মুনাফাও হয়েছে।'

কৃষকের বাজার

সবজি ও নানা ধরনের ফল উৎপাদনকারী হিসেবে পুরস্কারপ্রাপ্ত কৃষক মো. সেলিম রেজা বলেন, 'মধ্যস্বত্বভোগীরা কৃষকের প্রাপ্য মুনাফা ভোগ করে। এই বাজার আরো সংগঠিত হলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ন রোধ করা সম্ভব হবে।'

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক ও নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান বলেন, 'কৃষকের বাজার কৃষকদের স্বার্থে খুবই সময়োপযোগি একটি উদ্যোগ। এতে একদিকে যেমন কৃষককে ন্যায্যমূল্য নিশ্চিত করবে, তেমনি ভোক্তারাও কম দামে শাকসবজি ক্রয় করতে পারবেন। এতে বণ্টন ব্যবস্থার চিরাচরিত মধ্যসত্বপন্থা দূর হয়ে যাবে।'

জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, 'করোনা সংকটে কৃষক যেনো ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য আমরা তাদের পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতের পদক্ষেপ নিয়েছি। প্রান্তিক কৃষকদের আমরা এ বাজারে পণ্য বিক্রয়ে উদ্বুদ্ধ করবো। ভবিষ্যতে এই বাজারের পরিসর বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে।'

এবিষয়ে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, 'কৃষকদের উৎপাদিত পণ্য মধ্যস্বত্বভোগীরা কম দামে কিনে বেশি দামে বিক্রি করে। আবার কৃষক নিজে বাজারে বেচতে আসলে নানা ধরণের ভোগান্তির শিকার হয়। একারণে সরকারের নির্দেশনায় এই কৃষকের বাজার উদ্বোধন করা হলো।'

এ সম্পর্কিত আরও খবর