অর্থাভাবে ধান কাটতে না পারলে কৃষক লীগকে জানান: এমপি স্মৃতি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2023-08-27 12:26:53

বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি বলেছেন, যেসব কৃষক অর্থাভাবে ধান কাটতে পারছেন না, তারা অবশ্যই কৃষক লীগ নেতাকর্মীদের জানাবেন। এ সরকার কৃষিবান্ধব সরকার। সব সময় কৃষকদের পাশে থেকে কাজ করে যাচ্ছে।

শুক্রবার (১৫ মে) গাইবান্ধার পলাশবাড়ীতে বোরো ধান কর্তন ও ত্রাণ বিতরণ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

উম্মে কুলসুম স্মুতি আরও বলেন, আমার নির্বাচনী এলাকায় যারা গরিব, কর্মহীন হয়ে পড়েছেন, তাদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি। আরও দেব, সেটা আপনারা নিতে কেউ সংকোচ বোধ করবেন না। কারণ এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার।

এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, রাজনীতিক, শিক্ষক, কৃষক, পেশাজীবীসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত আরও খবর