সাভারে নতুন ১৩ জনের করোনা শনাক্ত, মোট ১৩৫

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2023-08-24 10:25:27

গত ২৪ ঘন্টায় সাভারে আরও ১৩ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে সাভারে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৩৫ জনে।

শুক্রবার (১৪ মে) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুল হুদা মিঠু।

তিনি বলেন, গতকাল ৬৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তাদের মধ্যে ১৩ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া যায়। এদের মধ্যে একজন ধামরাইয়ের বাসিন্দা বলে জানান তিনি। এ পর্যন্ত মোট ৯৮০ জনের নমুনা পরীক্ষা করে ১৩৫ জনের দেহে এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। তবে নতুন আক্রান্তের মধ্যে কোনো পোশাক শ্রমিক আছে কি না তা জানা যায় নি।

এদিকে ধামরাইয়ে ৭৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিলো। যার মধ্যে ২ জনের নমুনা পজিটিভ এসেছে। এ নিয়ে ধামরাইয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬ জনে। তবে ধামরাইয়ের নতুন আক্রান্তের দুই জনই সাভারের বাসিন্দা।

গতকাল বৃহস্পতিবার সাভারে আক্রান্তের সংখ্যা ছিল ৩২ জন ও ধামরাইয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৪ জন।

এ সম্পর্কিত আরও খবর